বর্ষশেষে উৎসবে শব্দবাজি নিয়ে এবার কড়া পদক্ষেপ নবান্নের। নতুন বছরে রাতে শব্দবাজি পোড়ানো যাবে না। এমনই জানিয়েছেন রাজ্যের পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি, রাজ্যে নিষিদ্ধ থাকবে শব্দবাজি। ডিজের উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।
বুধবার মানস ভুঁইয়া জানান, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি, রাত ৯টা থেকে ১১টা নজর রাখতে হবে। কেউ বিধিভঙ্গ করেছে কিনা, তার দিকেও নজর রাখতে হবে পুলিশকে। প্রত্যেক এলাকার কোন কোন জায়গা থেকে ডিজে ভাড়া দেওয়া হয়, তারও তালিকা প্রত্যেকটি থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: উঠোনে পড়ে থাকা ব্যাগ তুলতেই বিস্ফোরণ, চাকদহে আহত এক ব্যক্তি, তদন্তে পুলিশ
সম্প্রতি ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জেতার পর দেদার শব্দবাজি ফাটে। তার ফলে সমস্যায় পড়েছেন শিশু থেকে প্রবীণরা। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারিও একই সমস্যা ভোগ করতে হবে আশঙ্কা শহরের প্রবীণদের। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছেন শহরের বিশিষ্ট প্রবীণ নাগরিকরা।