বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শাস্তির দাবি করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রসঙ্গ টেনেই শুভেন্দুকে আক্রমণ কুণালের। জানালেন, এই দায় নিতে হবে, শাস্তি হওয়া উচিত শুভেন্দু অধিকারীর।
এদিন শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে কুণাল ঘোষ বলেন, ‘‘দিলীপ ঘোষ বলেছেন পুলিশের ওপর ভরসা করে এই ধরনের অনুষ্ঠান করা ঠিক না। আরও প্রস্তুতি প্রয়োজন ছিল। তাতেই স্পষ্ট যে, ওখানে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। তাই আমরা দাবি করছি, শুভেন্দু অধিকারী-সহ ওই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের সকলের বিরুদ্ধেই এফআইআর করা উচিত।’’ তিনি আরও বলেন, ‘‘কম্বল দেওয়ার নাম করে এতগুলো লোককে ডেকে আনা হয়েছে। অথচ কোনও প্রস্তুতি ছিল না। দিলীপবাবু তো ঠিক কথাই বলেছেন। শুধু পুলিশের ওপর নির্ভর করেই তো আর এ সব করা যায় না। দোষ যে শুভেন্দুদের, দিলীপ ঘোষ তো নিজেই বলে দিয়েছেন।’’
আরও পড়ুন: 'তৃণমূলের স্বৈরাচারী পদক্ষেপের নিন্দা করছি', মেডিকেল কলেজের আন্দোলনের পাশে অপর্ণা সেন
কুণাল ঘোষের দাবি, আদালত থেকে রক্ষাকবচ পেয়ে ধরাকে সরা জ্ঞান করছেন শুভেন্দু। ৩ জনের মৃত্যুর দায়ভার নিতে হবে জানালেন কুণাল ঘোষ।