কলকাতায় ফের বিদ্যুৎস্পৃষ্ট (electrocuted) হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। এই নিয়ে দু'সপ্তাহে তৃতীয়বার। ট্যাংরায় (Tangra) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম বান্টি হালদার ওরফে পচা। বয়স ৩৫ বছর।
স্থানীয় এবং পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটেছে। সেই সময় তাঁর পুলিন খাটিক রোডের খাবারের দোকানে রান্নার আয়োজন করছিলেন বান্টি। আচমকাই সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় দোকানে। জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছিলেন বান্টি-সহ স্থানীয় কয়েকজন। এরমধ্যেই দোকান থেকে বের হতে গিয়ে লোহার শাটারের ফ্রেমে হাত লেগে যায় বান্টির। কোনও কারণে শাটারে বিদ্যুৎ সংযোগ হয়েছিল। শাটারে হাত দিয়ে বান্টি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাঁকে দ্রুত উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Ochena Uttam: উত্তম সুচিত্রার চরিত্রে শাশ্বত-ঋতুপর্ণা! মুক্তি পেল 'অচেনা উত্তম'-এর ট্রেলার
হরিদেবপুর এবং নারকেলডাঙায় বাতিস্তম্ভে হাত দিয়ে গত সপ্তাহেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’টি শিশুর। সম্প্রতি হাওড়ার উলুবেড়িয়াতেও বিদ্যুতের খোলা তার সাইকেলে জড়িয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। গত সপ্তাহে বীরভূমে প্রাতর্ভ্রমণ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান দু’ জন।