অ্যাপ ক্যাবের (App Cab) ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রিত রাখতে খুব শিগগির নতুন বিল আনছে রাজ্য। শনিবার এমনটাই জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কলকাতায় আজ থেকেই ১২% ভাড়া বৃদ্ধি করল আপ ক্যাব সংস্থা উবর।
পেট্রল-ডিজ়েলের দাম বাড়ায় এসি না চালানো নিয়ে যাত্রী ও ক্যাবচালকদের মধ্যে সমস্যা বহু দিনের। সেই সমস্যা মেটাতেই এই পদক্ষেপ। ভাড়া বাড়ানোর পরেও চালকেরা এসি না চালালে অভিযোগ জানানোর সুযোগ থাকবে বলে সংস্থার সেফটি কমিউনিকেশন বিভাগের প্রধান আকাশ আগরওয়াল জানিয়েছেন। যদিও এ দিনের সিদ্ধান্তে সন্তুষ্ট নন বিভিন্ন অ্যাপ-ক্যাবচালক সংগঠনের নেতৃত্ব। তাঁরা জানাচ্ছেন, ভাড়া বৃদ্ধির পরে কিলোমিটার পিছু ভাড়া ১১ টাকা থেকে ১৪ টাকার কাছাকাছি হবে। , কিলোমিটার পিছু ভাড়া অন্তত ২২-২৩ টাকা না হলে এসি চালানোর খরচে কুলিয়ে ওঠা মুশকিল, দাবি চালকদের।