সামনেই উৎসবের মরশুম। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে বাড়িতে রান্না পুজো। তার আগেই বাংলাদেশের পদ্মা মেঘনার ইলিশ রাজ্যে আনার তোড়জোড় শুরু করল পশ্চিমবঙ্গ হিলসা ইমপোর্ট এক্সপোর্ট অ্যাসোসিয়েশন।
গত মঙ্গলবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশন। পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ চাওয়া হয়েছে ওপার বাংলা থেকে।
ইলিশের জোগান বেশি থাকলে দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। তাই পুজোর বেশ খানিকটা আগেই যাতে বাংলাদেশের ইলিশ এ রাজ্যে ঢুকে পড়ে, সেই চেষ্টা চলছে জোরকদমে।
এই মুহূর্তে বাজারে কিছু বাংলাদেশি ইলিশ আছে। কিন্তু সবটাই চোরা পথে সীমান্ত পেরিয়ে আনার ফলে দাম আকাশ ছোঁয়া।