কালীপুজোর পাশাপাশি রাজ্যে এই প্রথম ভাইফোঁটায় বন্ধ থাকছে ব্যাঙ্ক। ফলে আগামী সপ্তাহে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। ২৪ অক্টোবর কালীপুজোর ছুটি। এরপর ফের ছুটি থাকবে ২৭ অক্টোবর। অর্থাৎ আগামী সপ্তাহে মোট দু'দিন ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মচারীরা। এমনটাই জানিয়েছে ব্যাঙ্ককর্মীদের সংগঠন এআইবিওসি।
দীর্ঘদিন ধরেই ভাইফোঁটায় ছুটির দাবি ছিল ব্যাঙ্ককর্মীদের। এবার সেই দাবি পূরণ করেছে রাজ্য সরকার। ব্যাঙ্ককর্মীদের এই দীর্ঘদিনের দাবিকে মান্যতা দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়।
আরও পড়ুন- Saigal Hossain: আদালতের নির্দেশ পেতেই সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি ইডির, তলব সুকন্যাকেও
রাজ্যভিত্তিক ছুটিগুলি কেন্দ্রের আওতায় পড়ে না। সেগুলি রাজ্যর সদিচ্ছার উপরেই নির্ভর করে। বহুদিন বাদে এবার ভাইফোঁটায় ছুটি পেয়ে উচ্ছ্বসিত ব্যাঙ্ককর্মীদের একাংশ।