প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের। ২৫ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে সোমবার রাতে গ্রেফতার করা হয় তাঁকে। মঙ্গলবার স্বাস্থ্যপরীক্ষার পর বিকেলে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।
শুনানি চলাকালীন মানিককে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর আবেদন করেছিলেন ইডির আইনজীবী। তাঁর ব্যাঙ্কের নথিও খতিয়ে দেখতে হবে বলে জানায় ইডি। এদিকে মানিক ভট্টাচার্যের আইনজীবী জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই বোঝা যাবে, সহযোগিতা করছেন কিনা।
এদিন মানিক ভট্টাচার্যের আইনজীবী বলেন, "এখনও পর্যন্ত যা যা যা সহযোগিতা করার, সবই করেছেন। রাতেও যখন ওনাকে ছাড়া হল না, তখন ওনার পরিবারের পক্ষ থেকে জানাতে চাওয়া হয় কী হয়েছে। কিন্তু আমার কাছে তেমন কোনও তথ্য ওদের কাছ থেকে ছিল না। আজ সকালেও জানা যায়নি। আমরা সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছি। কিন্তু ওরা অফিসিয়ালি কিছু জানায়নি।"
পাশাপাশি, ব্যাঙ্কশাল আদালতে মানিক জামিনের আর্জি জানাননি বলেও সূত্রের খবর। তদন্তে অসহযোগিতার যে অভিযোগ মানিকের বিরুদ্ধে আনা হয়েছিল তা ঠিক নয় বলেও দাবি করেছেন মানিকের আইনজীবী। মানিকের আইনজীবী জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই বোঝা যাবে যে মানিক সহযোগিতা করেছেন কি না।