সাতসকালে স্কুলের সামনে দুর্ঘটনায় রণক্ষেত্র বেহালা (Behala Accident)। বড়িশা হাই স্কুলের সামনে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের রীতিমতো খণ্ডযুদ্ধ হয়। পরিস্থিতি আয়ত্তে আনতে স্কুল গেটের সামনে কাঁদানে গ্যাসের সেল (Tear Gas) ফাটায় পুলিশ। স্কুল ক্যাম্পাস ধোঁয়ায় ঢেকে যায়। অসুস্থ হয়ে পড়ে একাধিক খুদে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বড়িশা হাই স্কুলের প্রধান শিক্ষকের।
দুর্ঘটনায় শিশুমৃত্যুকে কেন্দ্র করে সকাল সাড়ে ৬টা থেকে দফায় দফায় উত্তাল হয় বেহালা চৌরাস্তা। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশ যথাযথ দায়িত্ব পালন করে না বলে অভিযোগ ওঠে। পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ারও অভিযোগ ওঠে।
আরও পড়ুন: পুরসভার লরির ধাক্কায় দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্যু, চলছে বিক্ষোভ, অগ্নিগর্ভ বেহালা
বড়িশা হাই স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ, পুলিশকে বারবার বলা সত্ত্বেও স্কুলের সামনে যান চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়নি। কাঁদানে গ্যাস ছোড়ায় স্কুল চত্বর ধোঁয়ায় ঢেকে যায়। স্কুলের মধ্যে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে যায়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখান বিক্ষুব্ধ অভিভাবকরা। পুলিশের গাড়ি, বাসে ভাঙচুর চালানো হয়।