তিনি তো কেবল জাতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক বা বিসিসিআই-এর (BCCI) সভাপতি নন। এমনকি, নিজের পাড়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বাঙালির অন্যতম শ্রেষ্ঠ আইকনও নন কেবল। বড়িশা প্লেয়ার্স কর্নারে মহারাজ এক্কেবারের পাড়ার ছেলে। এই বছরেই জীবনের হাফ সেঞ্চুরি পূর্ণ করছেন বীরেন রায় রোডের বিখ্যাত বাসিন্দা। ঘটনাচক্রে, তাঁর পাড়ার পুজোটিও এ-বার ৫০ বছরে পা রাখছে। সৌরভ নিজেও প্রবলভাবে যুক্ত এই পুজোর সঙ্গে। তাই বড়িশা প্লেয়ার্স কর্নারের এ-বারের থিম সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই! যদিও এখনও সবটা খোলসা করছেন না ক্লাবকর্তারা। তবে কানাঘুষো যা শোনা যাচ্ছে, তাকে কেন্দ্র করেই তুঙ্গে আগ্রহ। 'মহারাজার ৫০/৫০' স্লোগান দিয়েই এ বারের কলকাতার পুজোয় নজর কাড়তে তৈরি সৌরভের পাড়ার পুজো।
আইপিএলের অনুষ্ঠানে বড় চমক রণবীর সিং, প্রকাশ্যে অভিনেতার মহড়ার ভিডিয়ো
শিল্পী অভিজিৎ ঘটকের ভাবনায় সেজে উঠছে বড়িশা প্লেয়ার্স কর্নারের এই বছরের শারদোৎসব। থিম হল 'একটি পুজোর গপ্পো'। সৌরভের বাড়ি লাগোয়া মাঠেই হয় এই পুজো। বড়িশা প্লেয়ার্স কর্নারের কর্মকর্তা কালীপদ দাস অবশ্য মুখ খুলতে নারাজ। তিনি জানান, এই পুজোর শুরুর সময় বিরাট ভূমিকা ছিল সৌরভের বাবা ও কাকার৷ মহারাজের সঙ্গেও পুজোর সম্পর্ক নিবিড়। তবে থিম এখনই বলা যাবে না।
বেহালার ২/ বীরেন রায় রোড (পূর্ব)-র বাড়িটি ছেড়ে সম্প্রতি মধ্য কলকাতার এক বাংলোয় থাকার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। কিন্তু আদতে তো তিনি বড়িশার পাড়ার ছেলে। নিয়ম করে পাড়ার পুজোয় ঢাক বাজান। তাই তাঁর জীবনের হাফ সেঞ্চুরিকে কেন্দ্র করে সাজ সাজ রব বড়িশা প্লেয়ার্স কর্নারে।