সম্পত্তি নিয়ে বিবাদের জের। দাদাকে ছুরি দিয়ে কোপাল ভাই। রবিবার ঘটনাটি ঘটেছে বেহালার পশ্চিম পুঁটিয়ারি এলাকায়। আহত ওই ব্যাক্তির নাম প্রলয় রায়। বয়স ৩২ বছর। আহত ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই ওই ব্যক্তির ভাইকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম প্রণয় রায়। বয়স ৩০ বছর।
জানা গিয়েছে, পশ্চিম পুঁটিয়ারি এলাকার পশুপতি ভট্টাচার্য রোডের বাসিন্দা দুই ভাই। সম্পত্তির ভাগাভাগি নিয়ে রবিবার দুপুরে আচমকাই তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়। ক্রমেই তা তর্কাতর্কির রূপ নেয়। আচমকাই প্রলয়ের আর্তনাত শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।
আরও পড়ুন - বোর্ড গঠনের আগেই ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাত, লিখিত জবাব তলব হাই কোর্টের
দেখেন মাটিতে পড়ে রয়েছেন বড় ভাই প্রলয়। রক্তে ভেসে যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে প্রণয়। তৎক্ষণাৎ আহত ব্যক্তিতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসাপাতাল সূত্রের খবর আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।