দুই দেশের সম্পর্ককে মজবুত করতে হাতিয়ার দুর্গাপুজো। এমন উদ্যোগ, শেষ কবে হয়েছে। এবার দুর্গাপুজোয় তেমনই হতে চলেছে কলকাতার একটি পুজোতেই। আয়ারল্যান্ড ও ভারতের কূটনৈতিক সম্পর্ক ৭৫ বছরে পা রেখেছে। সেই সম্পর্ক আরও দৃঢ় করতেই দুই দেশের শিল্পীরা যৌথভাবে তৈরি করলেন মন্ডপ, প্রতিমা। বেহালার অন্যতম পুজো নূতন দল এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। দুই দেশের শৈল্পিক ঐতিহ্য মিশিয়েই তৈরি হয়েছে প্যান্ডেল। শুধু দুর্গা প্রতিমা নয়, থাকছে আইরিশ দেবী দনুও। আড়াই মাস ধরে তৈরি হয়েছে প্রতিমা, মন্ডপ।
নূতন দলের পুজো নিয়ে ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি জানিয়েছেন, "দুই দেশের সম্পর্ককে আও মজবুত করতেই এই উদ্যোগ। শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধের মাধ্যমে দুই দেশের মানুষ জড়িয়ে। এই ৭৫ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ়তার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।"
বেহালা নূতন দলের শিল্পী সন্দীপ সাহা জানিয়েছেন, "এবার বেহালা নতুন দলের থিম 'কল্পনা'। বাঁশ, কাঠের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়েছে মন্ডপ ও প্রতিমা। প্রকৃতিকে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্তরে স্তরে প্রাকৃতিক উপাদানকে শিল্পের রূপ দেওয়া হয়েছে। দুই দেশের আলাদা ভাবনা। তবে শিল্পের কোনও সীমানা থাকে না। সেটাই এই কাজে যেন প্রমাণিত হয়েছে। কোনও কাজ দেখে বুঝতে পারবেন না, এটা ভারতের। অন্যটি আয়ারল্যান্ডের।"