রক্ষকই যখন ভক্ষক। খোদ শহর কলকাতায় ৩৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় গ্রেফতার ২ পুলিশ কনস্টেবল, ১ সিভিক পুলিশ-সহ মোট ৪ জন। ঘটনায় তাজ্জব এলাকাবাসী।
জানা গিয়েছে, মহম্মদ আরবাজ় নামের এক যুবক বুধবার ৩৩ লক্ষ টাকা নিয়ে ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। ব্যাঙ্ক যাওয়ার পথে তাঁর সঙ্গে ছিলেন এক বন্ধুও। পথে তাঁদের আটকান দুই ব্যক্তি। তাঁরা নিজেদের একবালপুর থানার পুলিশকর্মী হিসাবে পরিচয় দিয়ে যুবকের ব্যাগে তল্লাশি চালান। অভিযোগ, তল্লাশি শেষে দুই যুবককে নিয়ে যাওয়া হয় একটি হোটেলে। সেখানে আরও দু’জন ছিলেন বলেই ওই যুবকের দাবি। তাঁরাও নিজেদের পুলিশ বলে পরিচয় দেন। হোটেলেই টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এমনকি যুবকদের মারধরও করা হয়। এরপর দু’জনকে নিয়ে যাওয়া হয় একবালপুর থানাতেই।
আত্র পড়ুন- BJP Dengue Rally : ডেঙ্গি নিয়ে বিজেপির পুরসভা অভিযানে ধুন্ধুমার,আটক অগ্নিমিত্রা
ঘটনার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করা হয় প্রভাত বেরা এবং স্বপন কুমার বিশ্বাস নামক দুই কনস্টেবলকে। পাশাপাশি, সিভিক ভলেন্টিয়ার টোটন এবং এসকে চাঁদ নামের এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে আসরাফ ইলাহি এবং আকবর হোসেন নামে আরও ২ জনের নাম। তাদের সন্ধানে নেমেছে পুলিশ।