রাজ্য বিজেপিকে (BJP West Bengal) টুইটে কটাক্ষ তথাগত রায়ের (Tathagata Ray)। তিনি প্রশ্ন তোলেন, বাংলায় কি বিজেপির মৃত্যু হতে চলেছে? একই বক্তব্য শোনা গেল বিজেপির বিক্ষুব্ধ নেতাদের আলোচনায়। শনিবার পোর্ট গেস্ট হাউসে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) নেতৃত্বে বৈঠক হয়। সাংবাদিক বৈঠকে শান্তনু ঠাকুর জানান, উপরের নেতাদের ভুল বার্তা দিয়ে কমিটি তৈরি হয়েছে। রাজ্যে বিজেপির অশনিসংকেত দেখছেন বিক্ষুব্ধ বিজেপি নেতারা।
এদিন টুইট করে বিজেপি নেতা তথাগত রায় ফের বঙ্গ বিজেপিকে কটাক্ষ করেন। তিনি লেখেন, "শুশ্রূষা না করে লুকিয়ে রাখলে রোগ সারে না। রোগীরই মৃত্যু হয়। অর্থ এবং নারীচক্রের সংসর্গ থেকে রোগের সূত্রপাত। বিধানসভা নির্বাচনের খারাপ ফলের পরেও শুদ্ধিকরণ হয়নি। বাংলায় কি বিজেপির (BJP) মৃত্যু হতে চলেছে?"
আরও পড়ুন: পুরভোট পিছিয়ে দেওয়াকে স্বাগত জানালেন সৌগত, সুকান্ত; দেরি নিয়ে প্রশ্ন সুজনের
শনিবার বিজেপির বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শান্তনু ঠাকুর। উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, রীতেশ তেওয়ারি, সমীরণ সাহা সহ প্রায় ২০ জন নেতা। শান্তুনু ঠাকুর বলেন, "বর্তমানে পশ্চিমবঙ্গে যে কমিটি তৈরি হয়েছে, তার কোনও ভবিষ্যৎ নেই। উপরের নেতাদের ভুল বার্তা দেওয়া হয়েছে। বাংলায় অশনিসংকেত দেখতে পাচ্ছি। ভারতীয় জনতা পার্টিকে যারা ২ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত নিয়ে গেল, সেই সার্বিক জায়গাটা হঠাৎ করে মুছে দেওয়ার কারণ কী! এই প্রতিবাদ আমাদের আগামী দিনে চলবে।"