'ভারতের কোকিল'(Indian Nightingale) লতা মঙ্গেশকরকে(Lata Mangeshkar) শেষ শ্রদ্ধা জানানো যাবে সোমবার অবধি। রবীন্দ্রসদনে(Rabindra Sadan) প্রবাদপ্রতীম এই সঙ্গীতশিল্পীর প্রতিকৃতিতে বিকেল পাঁচটা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর অনুরাগীরা। সোমবার লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
রাজ্য সরকারের(West Bengal Govt.) তরফে সোমবার এই বিশেষ ঘোষণা করা হয়েছে। সোমবার এই গোটা বিষয়টির দায়িত্বে রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন(Indranil Sen) এবং শশী পাঁজা(Shashi Panja)। শুধু তাই নয়, লতা মঙ্গেশকরের প্রয়াণে সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।
আরও পড়ুন- Shahrukh Khan: এক ফ্রেমেই দোয়া আর প্রার্থনা! সুরসম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা শাহরুখের, আবেগাপ্লুত দেশ
এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় আগামী ১৫ দিন ধরে বাজবে লতা মঙ্গেশকরের গান(Lata Mangeshkar)। রবিবার একথা জানিয়েছে রাজ্য সরকার।
উল্লেখ্য, রবিবার ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর(Lata Mangeshkar)। চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানেন ‘ভারতের কোকিল’।