রেড রোডে (Red Road Accident) নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের (Fort William) দেওয়ালে ধাক্কা মারল ট্যাঙ্কার। গুরুতর আহত অবস্থায় ট্যাঙ্কারের চালককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, লাগামছাড়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ হাওড়া থেকে বিদ্যাসাগর সেতু, পিটিএস হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে কাশীপুরের দিকে যাওয়ার কথা ছিল একটি তেলবোঝাই ট্যাঙ্কারের। ফোর্ট উইলিয়ামের সামনে বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্যাঙ্কার গিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে ফোর্ট উইলিয়ামের দেওয়ালে। দেওয়ালের বেশ কিছুটা অংশ ভেঙে ট্যাঙ্কারটি ভিতরে ঢুকে আটকে যায়। তার জেরে সাতসকালেই রেড রোডে যানজটও হয় বেশ খানিকটা।
Maharashtra Accident: ১০০ ফুট ওপর থেকে সেতু নির্মাণের যন্ত্র পড়ে থানেতে মৃত্যু অন্তত ১৪ জনের
আপাতত ট্যাঙ্কারের চাকলকে পর্যবেক্ষণে রেখেছেন এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসকেরা।