শুক্রবার কলকাতার(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বিভিন্ন জেলাতেও কমেছে ঠান্ডার দাপট।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে উত্তুর হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। যার জেরে ফের ঊর্ধ্বমুখী হয়েছে পারদ। আগামী বেশ কয়েকদিন তাপমাত্রা(Temperature) বাড়ার সম্ভাবনা, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)। যার জেরে বড়দিন(Christmas) থেকে শীতের আমেজ অনেকটাই কমবে রাজ্যে।
তবে আশার কথা শুনিয়েছে আলিপুর(Alipore) হাওয়া অফিস। ঝঞ্ঝা বিদায় নিলেই বাধাহীনভাবে বইবে উত্তুরে হাওয়া। যার জেরে ফের রাজ্যে জাঁকিয়ে শীত(Winter) পড়ার সম্ভাবনা।