নতুন বছরে নতুন উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ভাস্কর গুপ্ত। গত ডিসেম্বরে উপাচার্য পদ থেকে অপসারিত করা হয়েছিল বুদ্ধদেব সাউকে। সোমবার রাজ্যের প্রস্তাবিত নামের উপরেই সিলমোহন বসালেন আচার্য সিভি আনন্দ বোস।
গত ২৪ ডিসেম্বর যাদবপুরের উপাচার্য পদ থেকে অপসারিত করা হয়েছিল বুদ্ধদেব সাউকে। মূলত, সমাবর্তন অনুষ্ঠানকে বিতর্কের জেরেই পদ থেকে অপসারিত হতে হয়েছিল বুদ্ধদেব সাউকে। ফলে এতদিন কার্যত উপাচার্যহীন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
সোমবার রাজ্যের নামের উপর সিলমোহর দেওয়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।