সদ্য বিধাননগর পৌরসভা নির্বাচন (Bidhan Nagar Municipal Election) শেষ হয়েছে। জিতে পৌরসভার মেয়র হয়েছেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। শুক্রবার বসন্ত উৎসবে সল্টলেকের সিজে ব্লকে (Salt Lake CJ Block) প্রতিবেশীদের সঙ্গে রঙের খেলায় যোগ দিলেন মেয়র। ফুল, আবির মাখিয়ে চলে দোলযাত্রা (Holi 2022) পালন। অনুষ্ঠানে গাওয়া হয় বসন্তের গানও।
প্রতিবেশীদের সঙ্গে দোল উৎসব পালন করলেন রত্না চট্টোপাধ্যায়ও (Ratna Chatterjee)। রসগোল্লার হাঁড়ি নিয়ে প্রতিবেশীদের মিষ্টিমুখ করান তিনি। তারপর চলে আবির খেলা। প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে দোল উৎসব পালন করেন তিনি।
আরও পড়ুন: ঐতিহ্য ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের বাইরেই বসন্ত উৎসব পালন বিশ্বভারতীর বিক্ষুব্ধ পড়ুয়াদের
এদিন দোলযাত্রা পালন করতে এসে মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, "আমি মেয়র হিসেবে আসিনি এখানে। পাড়ার আপনজনদের সঙ্গে নিজেকেও রঙে মাখিয়ে তুলতে চাইছি। বিধাননগরকে রঙ দিয়ে ভরিয়ে তুলতে হবে। জীবনের রং চাই, উন্নয়নেরও রং চাই। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিধাননগরকে সুন্দর করে সাজাতে হবে। বিধাননগর বাসী যাতে ভালো থাকে, সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। "
এদিন সিজে ব্লকের দোল উৎসবে এসে কৃষ্ণা চক্রবর্তী বলেন, "সাধারণ মানুষের যে ভালোবাসা ও আবেগ, তা প্রত্যেক ব্লকে তাঁরা আমাকে হোলিতে আমন্ত্রণ জানিয়েছে। সংবর্ধনা দিচ্ছে। সেটা যেমন আমার কাছে বড় পাওনা, তেমন আমার কাছে অনেক বেশি দায়িত্ব।"