সল্টলেকে স্বাস্থ্য বিমা ও চিকিৎসার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগ। মূল অভিযুক্ত কৃষ্ণা শর্মা সহ ৩৫ জনকে গ্রেফতার বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশের। ৪৫টি কম্পিউটার, ৩টি হার্ড ডিস্ক, ১টি ল্যাপটপ, ৩৫টি স্মার্ট ফোন, ২টি রাউটার বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের সেক্টর ফাইভের এরগো টাওয়ারের ১০ তলায় ভুয়ো কল সেন্টারের অফিস ছিল। পুলিশ জানতে পারে আমেরিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নাগরিকদের মূলত প্রতারণা করেছে অভিযুক্তরা। মার্কিন স্বাস্থ্যবিমা সংস্থার কর্মী বলে নিজেদের পরিচয় দিত তারা। মানি ট্রান্সফার অ্যাপ ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা লেনদেন চালানো হত বলে জানতে পেরেছে পুলিশ।
আরও পড়ুন: মাধ্যমিকের ইংরেজির প্রশ্নফাঁসের অভিযোগ, বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদের দাবি 'অন্তর্ঘাত'
বৃহস্পতিবার রাতে ভুয়ো কল সেন্টারে হানা দেয় পুলিশ। অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয়। মূল অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ।