সুপ্রতিম সরকারকে (Supratim Sarkar) বিধাননগরের পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হল। তাঁকে এবার ট্রাফিক পুলিশের এডিজি- আইজিপি পদে নিয়ে আসা হয়েছে। প্রশ্ন উঠছে, বাগুইআটি কাণ্ডের জেরেই কি এই সিদ্ধান্ত! বিধাননগরের নতুন কমিশনারের দায়িত্ব পেলেন গৌরব শর্মা। শিলিগুড়ির পুলিশ কমিশনার পদে কর্মরত ছিলেন তিনি। শিলিগুড়ি কমিশনারেটের দায়িত্বে এলেন অখিলেশ চতুর্বেদী।
বাগুইআটির দুই কিশোরের মৃত্যুর ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তোলে পরিবার। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ ওঠে। এই নিয়ে তোলপাড় হয় রাজ্য। ঘটনার বিবরণ দিতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগর পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। এর জেরেই কি সরিয়ে দেওয়া হল বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে!
আরও পড়ুন: টানা ৬ ঘণ্টা জেরা, নিয়োগ দুর্নীতিতে এবার গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়
বাগুইআটিতে কাণ্ডে আগেই সাসপেন্ড করা হয় আইসি ও আইও-কে। বৃহস্পতিবার বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে অন্য পদে সরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় নবান্ন।