রাজারহাট গণধর্ষণ কাণ্ডে ৪ অভিযুক্তকে গ্রেফতার করার পর তদন্তে আরও গতি বাড়াচ্ছে বিধাননগর পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনারেট গৌরব শর্মা জানান শনিবারই ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ।
বিধাননগরের পুলিশ কমিশনারেট গৌরব শর্মা বলেন, "৯ নভেম্বর সন্ধেবেলা বান্ধবীর সঙ্গে বৈদিক ভিলেজে একটি জন্মদিনের পার্টিতে যান। সেখানে অন্যান্য অতিথিরাও আমন্ত্রিত ছিলেন। সেই রাতে ৯-১০টা অবধি সেখানেই ছিলেন। ওই পার্টিতে চারজনের বিরুদ্ধে ওনার অভিযোগ, তাঁর সঙ্গে শারীরিক নিগ্রহ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। স্থানীয় থানা এই অভিযোগ গ্রহণ করে FIR করে। সেই রাতেই উচ্চপদস্থ আধিকারিকরা তল্লাশি চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। এরপর আমাদের যা নিয়ম আছে, সেই অনুযায়ী তদন্ত চালানো হবে।"
শনিবার ধৃত অভিযুক্তদের বারাসত আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে, তদন্তে নেমে পুলিশ ওই রিসর্টের একটি ঘর সিল করে দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৭৬ (২) (জি) ধারায় গণধর্ষণের অভিযোগ ও ৩২৮ ধারায় মাদক মিশিয়ে সংজ্ঞাহীন করার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।