মঞ্জুষা নিয়োগীকে চিনত না মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদার। কিন্তু মঞ্জুষার মায়ের দাবি, বিদিশার সঙ্গে ভাল বন্ধুত্ব ছিল তাঁর মেয়ের। তাঁর মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন মঞ্জুষাও।
"বিদিশার বাড়িতে সাংবাদিকরা এসেছিল, তোমার বাড়িতেও আসবে।" এমনই মাকে মৃত্যুর আগে জানিয়েছিলেন মঞ্জুষা। দাবি মৃত মডেল অভিনেত্রীর মায়ের। কিন্তু এই নিয়েই প্রশ্ন তুলেছেন, বিদিশার মডেল বৃত্তের বন্ধুবান্ধবরা। তাঁদের দাবি, বিদিশাকে চিনতেনই না মঞ্জুষা।
আরও পড়ুন: মৃত্যুযন্ত্রণা আটকাতেই কি মুখে কাপড়? বিদিশা-মৃত্যুতে উঠছে প্রশ্ন
বিদিশার মৃত্যুর মানসিক বিপর্যয় এখনও কাটিয়ে উঠতে পারেননি ওর বন্ধুবৃত্ত। কিন্তু মৃত মডেল অভিনেত্রী মঞ্জুষার মায়ের দাবিতে বিরক্ত তাঁরা। নামপ্রকাশে অনিচ্ছুক বিদিশার অনেক বন্ধুর দাবি, মঞ্জুষার মা সত্যি বলছেন কিনা, তা নিয়ে প্রশ্ন আছে। অধিকাংশ বন্ধুর দাবি, মঞ্জুষার সঙ্গে বন্ধুত্ব অনেক দূরের কথা, ওরা একসঙ্গে কাজও করেনি। মঞ্জুষার ফেসবুক দেখেই তাঁরা বুঝেছেন, বেশিদিন এই পেশায় যুক্তও ছিলেন তিনি। বিদিশার বন্ধুদের দাবি, নতুন কারও সঙ্গে দেখা হলেই ছবি তুলতেন বিদিশা। কিন্তু বিদিশার ফেসবুকে মঞ্জুষার কোনও ছবি দেখা যায়নি।