চলতি বছরের মার্চ মাসে শেষ হয়েছে বিধানসভায় বাজেট অধিবেশন(Budget Session of West Bengal Assembly)। বছরের মাঝামাঝি সময়ে আবারও বসবে বিধানসভার অধিবেশন। জুন ও জুলাই মাসের বাদল অধিবেশনে উঠতে পারে বিতর্কের ঝড়। কারণ, সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলির(State University) আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়োগের সিদ্ধান্ত পাশ হয়েছে। পাশাপাশি আলোচনা হয়েছে শিক্ষামন্ত্রীকে(Bratya Basu) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ নিয়োগের বিষয়টিও।
তবে দুটি ক্ষেত্রেই রাজ্য বিধানসভায় বিল পাস করে সরকারি এই সিদ্ধান্তকে আইনে পরিণত করতে হবে। সোমবার বিধানসভায় এসেছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Banerjee) সঙ্গে দীর্ঘ বৈঠক করে গিয়েছেন তিনি।
আরও পড়ুন- Mamata Banerjee : বিজেপি নেতাদের গ্রেফতার করুক সিবিআই : মমতা
জানা গিয়েছে, আগামী বাদল অধিবেশন নিয়ে আলোচনা করতেই পার্থ স্পিকারের কাছে গিয়েছিলেন। কিন্তু সরকারের এমন সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন প্রশাসনিক মহলের একাংশের। কারণ রাজ্যপালকে(Jagdeep Dhankhar) আচার্য পদ থেকে সরানো নিয়ে পাশ হবে বিল। আর তা রাজ্যপালের কাছেই অনুমোদনের জন্য পাঠাবে নবান্ন(Nabanna)। রাজ্যের পাঠানো এই বিলে আদৌও কি স্বাক্ষর করবেন রাজ্যপাল? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলের অন্দরে।