বিধানসভার শীতকালীন অধিবেশনের ধন্যবাদ জ্ঞাপনের পর্বে স্লোগান-শাউটিং। এই নিয়ে অসন্তোষ প্রকাশ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee)। বিধানসভার অভ্যন্তরে কী ধরনের আচরণ হওয়া উচিত, তা নিয়ে পরের অধিবেশনের আগে একটি ওরিয়েন্টশন কোর্স করানোর কথা বলেন তিনি।
এদিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রত্যেকদিন ১৫ মিনিট স্লোগান-শাউটিংয়ের জন্য নির্দিষ্ট সময় ধার্য করা উচিত। বিধানসভার কাজ স্থগিত করার প্রচেষ্টা ঠিক নয়।"রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও এদিন বিধানসভার আচরণের বিষয় নিয়ে সরব হন। বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাও ওরিয়েন্টশনের বিষয়টিকে সমর্থন করেন।
আরও পড়ুন: সুন্দরবন সফরে খোশমেজাজে মুখ্যমন্ত্রী, ইছামতীর বুকে লঞ্চ চালালেন
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "বাইরে যা ভাষা প্রয়োগ করা যায়, তা এখানে করা যায় না। মাঝে মাঝে খারাপ লাগে। যে ছাত্রছাত্রীরা আসেন, তারা কী দেখে গেলে! কে কাকে কত কটূ কথা বলেন, সেই প্রতিযোগিতা শুরু হয়েছে।"