বাংলা নববর্ষেই রাজ্যজুড়ে পাখি সুমারির উদ্যোগ নিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। ‘বার্ড ওয়াচার্স সোসাইটি’ নামক ওই সংগঠনের দাবি, পয়লা ও দোসরা বৈশাখে অন্তত ১৫ মিনিট ধরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গার গাছপালা বা ঝোপ-জঙ্গলে থাকা দোয়েল-ফিঙে-টুনটুনি কিম্বা নাম না জানা হরেক কিসিমের বিদেশি পাখি— চোখে পড়লেই ‘চেকলিস্ট’ জমা হবে ‘ই-বার্ড’ অ্যাপে। তাঁদের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছে ‘বার্ড কাউন্ট ইন্ডিয়া’ এবং অনলাইন অ্যাপ ‘ই-বার্ড’। আয়োজকদের আরও দাবি, এবার থেকে প্রতি বাংলা বছরেই এই পাখি সুমারির কাজ চালাবেন তাঁরা।
এখানেই না থেমে ‘বার্ড ওয়াচার্স সোসাইটি’ জানিয়েছে, বাড়ির আশেপাশে বা ঘুরতে গিয়েও অনায়াসে পাখি গোনার কাজ করতে পারবেন পক্ষীপ্রেমীরা। বিভিন্ন পাখির ছবি বা ডাক রেকর্ড করে আপলোড করা যাবে ‘ই-বার্ড’ অ্যাপে। এর ফলে পাখিদের শনাক্তকরণ আরও সহজসাধ্য হবে বলেই মত তাঁদের। হবে। এছাড়া যে কোনও পক্ষীপ্রেমী ব্যক্তিই ‘ই-বার্ড’-এ অ্যাকাউন্ট তৈরি করে পাখিসুমারির শরিক হতে পারেন।
আরও পড়ুন- WB Panchayet Election 2023: পঞ্চায়েতে সিভিক ভলান্টিয়ার প্রার্থী নয়, নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের
মূলত গ্রামবাংলার প্রায় হারিয়ে যাওয়া বিভিন্ন পাখিদের হালহকিকত জানতেই তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছে ওই সংগঠন। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পক্ষীপ্রেমীদের একাংশ।