বিজেপি কর্মীদের আক্রান্তের খবর উদ্বেগজনক। হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক রাজ্য সরকার। রাজ্যে এসে এমনই দাবি বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের। নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এসেছেন কলকাতায়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে তৈরি হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।
শনিবার রাজ্যে আসেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য ও রাজ্যসভার সাংসদ ব্রজলাল, লোকসভার সাংসদ রাজ্যবর্ধন রাঠোর, লোকসভার সাংসদ অপরাজিতা সারেঙ্গি, রাজ্যসভার সাংসদ সমীর ওরাও ও পঞ্জাবের সুনীল জাখার। তাঁরা আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে দিল্লি ফিরে জেপি নাড্ডাকে রিপোর্ট দেবেন। শনিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালে যান ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। সঙ্গে ছিলেন রাজ্যের বিধায়ক অগ্নিমিত্রা পল। চিকিৎসাধীন বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন তাঁরা। মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের বাড়িতেও যান তাঁরা। কলকাতা পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর তিনি। নবান্ন অভিযান চলাকালীন মীনাদেবী পুরোহিতের মাথা ফেটে যায়। পাঁচটি সেলাইও পড়ে। কেন এই ধরনের ঘটনা ঘটল, তা জানতে চেয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্যরা।
গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, বারবার আমাদের কর্মীদের উপর হামলা হচ্ছে, মারা হচ্ছে। গায়ের জোর দেখিয়ে আটকানোর চেষ্টা চলছে। ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশের একটি রাজ্য বাংলা। সেখানে না গণতন্ত্র আছে, না বিরোধীদের কোনও সুরক্ষা আছে না আন্দোলনের অধিকার আছে। তা সরেজমিনে দেখার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে। সব জায়গায় যাবে, কথা বলবে। রিপোর্ট পার্টিকে দেবে।