মহুয়া মৈত্রের (Mahua Moitra) মা কালী নিয়ে বিরূপ মন্তব্য নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সাংসদের গ্রেফতারির দাবি নিয়ে থানায় ৫৬টি অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্য সরকারকে ৮ দিন সময় দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কড়া ব্যবস্থা না নিলে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি।
দেবী কালী নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে বুধবার পথেও নামে রাজ্য বিজেপি। তাঁদের দাবি, ৭২ ঘণ্টার মধ্যে মহুয়া মৈত্রকে গ্রেফতার করতে হবে। মিছিল করে বউবাজার থানায় যান বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। থানায় মহুয়া মৈত্রের নামে ৫৬টি অভিযোগ জমা পড়েছে। বিজেপির অভিযোগ, হিন্দু ধর্ম সম্পর্কে কিছু না জেনে, তাদের বিশ্বাস না বুঝে মা কালী সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন কৃষ্ণনগরের সাংসদ।
আরও পড়ুন: দেবী কালী নিয়ে মন্তব্য, টুইটারে তৃণমূলকে আনফলো করলেন মহুয়া মৈত্র
প্রসঙ্গত, কলকাতার একটি অনুষ্ঠানে মা কালী নিয়ে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যে বিতর্কের ঝড় বয়ে যায়। এরপরই মহুয়ার সঙ্গে দূরত্ব তৈরি করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার রাতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয়, মহুয়ার মন্তব্যের দায় নিচ্ছে না তৃণমূল। এবার কৃষ্ণনগরের সাংসদকে নিয়ে আক্রমণের পথে বিজেপি।