তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তবে দ্রুত বিচারের আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।
সোমবার আদালত খুলতেই এই ব্যাপারে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে মামলা করার অনুমতি দেয় প্রধান বিচারপতি (Cheif Justice) টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। গত ২১ জুলাই, বিজেপির বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক। তাতে সমর্থন ছিল তৃণমূল নেত্রীর। অভিযোগ বিজেপির।
পাঁচ অগস্ট রাজ্যজুড়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তাঁর আহ্বান ছিল, অহিংস ভাবে কোচবিহার থেকে কাকদ্বীপ এই কর্মসূচি পালন করতে হবে।
আরও পড়ুন : BJP নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের বিরুদ্ধে থানায় শুভেন্দু
অভিষেকের নির্দেশ, বিজেপি নেতাদের বাড়ির বয়স্ক কোনও ব্যক্তিকে অসম্মান করা যাবে না। মূলত ১০০ দিনের টাকা আদায়ে এই কর্মসূচি ছিল অভিষেকের।
ওই মঞ্চ থেকেই অভিষেকের এই কর্মসূচিকে সমর্থন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে কর্মসূচি একটু শুধরে দিয়েছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, একেবারে বাড়ি বাড়ি না গিয়ে ব্লক স্তরে এই কর্মসূচি পালন করতে। কোনও হিংসা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী।
২২ জুলাই থেকেই মমতা এবং অভিষেকের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় এফআইআর করেন বিজেপি নেতারা। শনিবারই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।