২০২৪ নির্বাচনে ইভিএম হ্যাক করার চেষ্টা করছে বিজেপি। বৃহস্পতিবার এমনই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নবান্ন সভাঘরের এক ভার্চুয়াল বৈঠকে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।
জানিয়েছেন, কিছু প্রমাণ পেয়েছেন তিনি। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। এই নিয়ে পাল্টা সরব হয়েছে বিজেপিও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওরা ইলেকট্রনিক মেশিন হ্যাক করার নানারকম ব্যবস্থা করছে। আমাদের কাছে নানারকম খবর এসেছে। আমরা প্রমাণ কিছু পেয়েছি। কিছু খুঁজছি। INDIA জোটের বৈঠকে আলোচনা হবে। আগে মিটিংয়ের ডেট জানাক। বৈঠকে আলোচনা করব।"
আরও পড়ুন: 'দেশকে বাঁচাতেই লড়বে বিরোধী জোট INDIA', নবান্ন থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
এই নিয়ে যদিও কটাক্ষ করেছে বিজেপি। রাজ্য বিজেপির নেতা রাহুল সিনহা বলেন, মোদীজি ক্ষমতায় ফিরবেন। এটা বুঝতে পেরেই এমন হ্যাক, হ্যাক করে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।