আসানসোল দক্ষিণের BJP বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলেন জুনিয়র ডাক্তাররা। বুধবার দুপুরে স্বাস্থ্যভবন চত্বরে গিয়েছিলেন অগ্নিমিত্রা। সেই সময়ই গোব্যাক স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। তারপরই সেখান থেকে ফিরে যান BJP বিজেপি বিধায়ক।
যদিও অগ্নিমিত্রা পালের দাবি, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনীতির রং লাগাতে যাননি তিনি। দলীয় কার্যালয়ে কাজে গিয়েছিলেন। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, তাঁদের আন্দোলনে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে চাইছেন না তাঁরা।
এরপর সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পাল তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের তরফে যে ২৩ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি মৃত্যুর ঘটনায় স্বেতপত্র প্রকাশের দাবি তোলেন তিনি। এমনকি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েলের গ্রেফতারির দাবি করেন অগ্নিমিত্রা পাল।
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি অগ্নিমিত্রা পল। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন্নগরের যুবকের মৃত্য়ু নিয়ে যে টুইট করেছেন তা সম্পূর্ণ মিথ্যা।
পাঁচ দফা দাবিতে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার থেকে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। সারারাত বিক্ষোভ দেখান তাঁরা। বুধবার বিক্ষোভস্থলে পৌঁছন অগ্নিমিত্রা পাল। সেখানে তাঁকে বিক্ষোভের সামনে পড়তে হয়।
আর জি কর কাণ্ডের শুনানি ছিল সোমবার। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানে প্রধান বিচারপতি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তোলার জন্য বলেন। তিনি সময়সীমাও বেঁধে দেন। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ফের কাজে যোগ দেওয়ার আবেদন জানান তিনি। যদিও ইতিমধ্যে সেই সময়সীমা পেরিয়ে গেলেও আন্দোলন বন্ধ করতে রাজি নয় জুনিয়র ডাক্তাররা। তারইমধ্যে নবান্ন থেকে ওই ইমেইল পৌছয়।