বঞ্চনার পাল্টা বঞ্চনা। তৃণমূলের পাল্টা বিজেপি। বুধবার গেরুয়া শিবিরের ধর্মতলার সভায় যোগ দিতে নিজের আসারা কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। গত কয়েকদিন ধরে বিজেপির ধর্মতলার এই সভা ঘিরে কম টালবাহানা হয়নি। অবশেষে আদালতের নির্দেশে, ভিক্টোরিয়া হাউজের সামনে এই সভার অনুমতি পায় রাজ্যের বিরোধী দল।
দিল্লি থেকে যা খবর, তাতে ওই দিন সোয়া এক ঘণ্টা সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর দুটোর সময়ে হাজির হয়ে, ধর্মতলায় থাকবেন বেলা সোয়া তিনটে পর্যন্ত। তাই এই শাহি সফরকে ঝটিকা সফর বলেই ব্যাখা করেছে রাজনৈতিক মহল। কারণ, পরের দিন রয়েছে তেলঙ্গনায় বিধানসভা ভোট। এই ভোট মিটলেই বিকেলের পর থেকে আসবে জনমত সমীক্ষা।
এদিকে, ধর্মতলার সভা ঘিরে রাজ্য বিজেপির অন্দরে প্রস্তুতি তুঙ্গে। বিশেষ করে জেলা থেকে লোক ভরাতে ব্যস্ত গেরুয়া নেতারা। উত্তরবঙ্গ থেকে লোক আনতে বিশেষ ট্রেন ও বাস ভাড়া করা হচ্ছে। এরমধ্যেই আবার কেন্দ্রীয় নেতা অনুপম হাজরার অভিযোগ, অমিত শাহের সভায় তাঁকে ডাকা হয়নি।