বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল বৃহস্পতিবার। কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই সেখান থেকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে রেফার করা হল কলকাতার হাসপাতালে। বর্ধমান মেডিক্যাল সূত্রে খবর, জিতেন্দ্রর করোনারি এ্যাজিওগ্রাফি সার্জারি করতে হবে। তার জন্য দরকার ক্যাথলাব ও সিটিভিএস সুবিধাযুক্ত ভাল হাসপাতাল, তাই-ই কলকাতায় রেগার করা।
বুধবার আসানসোল সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন কম্বলকাণ্ডে ধৃত জিতেন্দ্র তিওয়ারি। প্রথমে আসানসোল জেলা হাসপাতালে, পরে বৃহস্পতিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রাথমিক ভাবে তাঁকে হাসপাতালের পুলিশ সেলে রাখা হয়। জিতেন্দ্র চিকিৎসকদের জানিয়েছেন, গত ২ দিন ধরে তাঁর পেটের ডান দিকে ব্যথা হচ্ছে। শ্বাসকষ্ট রয়েছে। ৩ বার পরীক্ষা করে এখনও হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েনি।