ভোট দিতে এসে কোলাকুলি তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) নেতার। বিধাননগর পৌরনিগমে দেখা গেল এমনই এক বিরল ঘটনা। ৩১ নম্বর ওয়ার্ডে ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ে ভোট দিতে আসেন 'বহিষ্কৃত' বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumder)। ভোট দিয়ে বেরোনোর পর দেখা হয়ে যায় তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) সঙ্গে। তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন জয়প্রকাশ মজুমদার। কোলাকুলি করেন দুই নেতা। এরপর বিজেপি প্রার্থী দেবাশিস জানার (Debashis Jana) সঙ্গেও সৌজন্য বিনিময় করেন তিনি।
বিজেপি প্রার্থী দেবাশিস জানার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন 'বহিষ্কৃত' বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, "রাজনীতি রাজনীতির ময়দানে। প্রতিপক্ষ অনেক হয়। কারও সঙ্গে কোনও রকম শত্রুতা তো নেই।" ভোট দেওয়ার পর তিনি বলেন, "পরিবারের সঙ্গে ভোট দিয়ে এলাম। লাইন কম আছে। বিক্ষিপ্ত ঘটনা পশ্চিমবঙ্গের ভোটের সঙ্গ ছাড়ছে না। বাম আমলেও হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল আমলেও হয়েছে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে ভোট হয়েছিল যখন, তখনও বরানগরের বিখ্যাত ঘটনা হয়েছিল। এদিন যা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তা আপনাদের থেকেই শুনেছি। আমি নিজে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি।"
আরও পড়ুন: ছাপ্পা, বুথ দখল, মার! বেলা গড়াতেই পুরভোট ঘিরে অভিযোগের বন্যা
বিজেপির অভিজ্ঞ নেতাদের বাদ দিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া নিয়ে সরব হন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে প্রতিবাদ করেন জয়প্রকাশ মজুমদার সহ আরও বিজেপি নেতারা। এখনও রাজ্য বিজেপির সঙ্গে সংঘাত মেটেনি 'বিক্ষুব্ধ'দের।