রাজনীতিতে তাঁরা দুই মেরুতে। কিন্তু তাঁরা পাশাপাশি। শুক্রবার কলকাতায় ফের তা বুঝিয়ে দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। দুর্নীতি তদন্তে আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে তলব করা হয়েছে তৃণমূল সাংসদ দেবকে। তাঁকে তলব করেছে ইডি।
এদিন কলকাতায় মিঠুন জানিয়েছেন, ব্যক্তিগত ভাবে তিনি মনে দেব, ওরকম ছেলে নন। কিন্তু এজেন্সিকে দায়িত্ব পালন করতে হচ্ছে। দেবকে ভাল মানুষ বলেও জানান মিঠুন। সম্প্রতি সিলভার স্ক্রিনে দেব-মিঠুনের প্রজাপতি বাংলার বক্স অফিসকে ভরিয়ে দিয়েছিল। এই ছবি মুক্তির পর তৃণমূলের মধ্যে থেকে ওঠা সমালোচনার জবাব দিয়েছিলেন দেব নিজেও।
সম্প্রতি কলকাতার হাসপাতালে ভর্তি থাকার সময় মিঠুনকে দেখতে গিয়েছিলেন দেব। ঘাটালের সাংসদ দাবি করেছিলেন, যে রাজনীতি মানুষকে সম্মান করে না, তিনি সেই রাজনীতি করেন না। ওয়াকিবহাল মহলের মতে, এদিন দেবকে সেই সৌজন্য ফিরিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। তবে, মিমি চক্রবর্তীর রাজনীতি ছাড়ার প্রসঙ্গকে এদিন এড়িয়ে গিয়েছেন বাংলা সিনেমার মহাগুরু।