বাংলায় পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের বৃত্তান্ত দেখতে এসে, তাঁদের আমলের বিহার, উত্তরপ্রদেশের কথা স্মরণ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রবি শঙ্কর প্রসাদ। বুধবার কলকাতায় এসে কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, বাংলা এখন বোমার রাজ্যে পরিণত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর এই অভিযোগকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের তরফে দাবি করা হয়েছে, বিহার, উত্তরপ্রদেশের কথা উল্লেখ করে কেন্দ্রীয়মন্ত্রী ঠারেঠোরে স্বীকার করেছেন, তাঁরাও একসময় সন্ত্রাস করেছেন।
এদিন কলকাতায় এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন কেন্দ্রীয়মন্ত্রী। রবি শঙ্কর প্রসাদের দাবি, মমতা মতো একজন বিচক্ষণ নেত্রীর রাজ্যে কেন এই ধরণের ঘটনা বার ঘটতে তা খতিয়ে দেখার সময় এসেছে। পঞ্চায়েত ভোটে বিরাট জয়লাভের পর ফেসবুকে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী। তা নিয়েও প্রশ্ন তুলেছেন রবি শঙ্কর প্রসাদ।
এদিন কেন্দ্রীয়মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ ছাড়াও বিজেপির এই প্রতিনিধি দলে কলকাতায় এসেছেন উত্তরপ্রদেশের নেতা সত্যপাল সিং, রাজদীপ রায় এবং রেখা বর্মা। মূলত রাজ্যের সন্ত্রাস কবলিত এলাকা গুলিতেই এই প্রতিনিধি দলের যাওয়ার কথা।