লালবাজার অভিযান করতে গিয়ে এবার অসুস্থ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার বিকেলে নবান্ন অভিযানে ধৃতদের ছাড়াতে লালবাজার অভিযানের ডাক দিয়েছিল বঙ্গ বিজেপি। ফিয়ার্স লেনেই তাদের আটকে দেয় পুলিশ। সেখানে এবার ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি নেতারা। তাঁদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। তাতেই অসুস্থ হয়ে পড়েন সুকান্ত। পুলিশের ভূমিকাকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন বিজেপি নেতারা।
এদিনের নবান্ন অভিযানে মোট ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশি অত্যাচারের অভিযোগ করেছে বিজেপি। তার প্রতিবাদেই বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। যদিও এই বনধ মানা হবে না বলেই এদিন পাল্টা জানিয়েছে রাজ্য। বুধবার পথে নামার আগে এদিন বিকেলে লালবাজার অভিযানের ডাক দেয় বিজেপি।
বিজেপি নেতাদের উপস্থিত হওয়ার আগেই নিরাপত্তার দূর্গ তৈরি করে ফেলে পুলিশ। ফিয়ার্স লেনেই অবস্থানে বসেন সুকান্ত মজুমদার-সহ বিজেপির বাকি নেতারা। যদিও এই অভিযানে দেখা যায়নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কারণ, তখন তিনি হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।