প্রয়াত রাজ্যের বিধায়ক বিষ্ণুপদ রায় (Bishnupada Roy)। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। মঙ্গলবার কলকাতার পিজি হাসপাতালে (SSKM) তাঁর মৃত্যু হয়। ধূপগুড়ির বিজেপি বিধায়কের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শোকবার্তায় তিনি লেখেন, বিষ্ণপদ রায়ের প্রয়াণে তিনি গভীর ভাবে শোকাহত। বিধায়কের পরিবারকে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। দলীয় বিধায়কের মৃত্যু শোক শুভেন্দু অধিকারীর। ফুসফুসের সমস্যা ছিল প্রয়াত বিধায়কের। বিধানসভায় প্রয়াত বিধায়ককে শেষ শ্রদ্ধা জানানো হয়।
আরও পড়ুন : শুক্রবার আর নয়, বদলে গেল মুখ্যমন্ত্রীর বিধানসভায় আসার দিন
ধূপগুড়ির পুরসভা অঞ্চলের বাসিন্দা বিজেপি বিধায়ক। থাকতেন ১১ নম্বর ওয়ার্ডে। গত রবিবার কলকাতা এসেছিলেন বিধানসভার অধিবেশনে যোগ দিতে। উঠে ছিলেন এমএলএ হস্টেলে।
পরিবার জানিয়েছে, সোমবার দুপুরে শ্বাসকষ্ঠ দেখা দেওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে ছিলেন বিজেপি নেতা মনোজ টিগ্গাও। রাতে একটি অস্ত্রোপচারও হয়েছিল। ছেলে জানিয়েছিলেন, বাবার অবস্থা স্থিতিশীল। কিন্তু মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধূপগুড়ির বিধায়ক।