কল্যাণী AIIMS-এ বেআইনি নিয়োগের অভিযোগে মঙ্গলবার বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রিশেখর দানাকে ডেকে পাঠাল রাজ্যের গোয়েন্দা শাখা সিআইডি। মঙ্গলবার সকাল ১১ টায় কলকাতার ভবানীভবনে উপস্থিত থাকতে বলা হয়েছিল তাঁকে। সেই মতো হাজিরাও দেন নীলাদ্রি। জানা গিয়েছে ,তাঁকে এইমস দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
কাঁথির রাঙ্গামাটি শ্মশান উন্নয়ন দুর্নীতির অভিযোগে গত শুক্রবার ১০ ঘণ্টা জেরা করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। এরপর সোমবার সারদার জমি সংক্রান্ত বিষয়ে ফের তাঁকে প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আবার আগামী শুক্রবার তাঁকে তলব করা হয়েছে। এর মধ্যেই আরও এক বিধায়ককে ডেকে পাঠাল রাজ্যের গোয়েন্দা শাখা সিআইডি।
সৌমেন্দুকে জেরা করা প্রসঙ্গে সোমবারই বিজেপি দাবি করেছিল তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছেন। যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে শাসকদলের সাংসদ সৌগত রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 'বিজেপি তৃণমূলের বহু নেতাকে বারবার ইডি-সিবিআই দিয়ে ডেকে পাঠিয়েছে। দফতরে বসিয়ে রেখে হেনস্তা করেছে। এবার বুঝুক কেমন লাগে।'
এইমসে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগে নীলাদ্রিশেখরকে এই প্রথমবার ডাকেনি সিআইডি। এর আগে একাধিকবার তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি বাঁকুড়ার বিধায়কের কন্যা মৈত্রী দানাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এই প্রথম বার জিজ্ঞাসাবাদের জন্য নীলাদ্রিশেখরকে ভবানী ভবনে তলব করা হয়েছে।