প্রথমে পার্ক সার্কাস, তার রেশ কাটতে না কাটতেই ফের পার্কস্ট্রিটে গুলি চলার ঘটনায় জওয়ানদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠে গেল। বারবার এমন ঘটনা ঘটছে। জওয়ানদের মানসিক পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত। শনিবার এই দাবি করলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল।
শনিবার কলকাতায় জাদুঘরে সিআইএসএফ ব্যারাকে গুলি চলার সময় ঘটনাস্থলের অদূরে বিধায়ক আবাসেই ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক। দ্রুত ঘর থেকে নেমে এসে দেখেন আবাসের গেট বন্ধ হয়ে গিয়েছে। উল্টোদিকে ভিড় জমে গিয়েছে। নিরাপত্তাকর্মীদের কাছে জানতে পারেন পুরো ঘটনা। এরপর সেখানেই দাঁড়িয়েই বলেন বারবার এমন ঘটনা কেন ঘটছে, তা খতিয়ে দেখা উচিত। ছুটি চেয়ে কেন ছুটি মিলছে না তা খতিয়ে দেখা হোক।
আরও পড়ুন- Kolkata Shoot Out:স্বাস্থ্য পরীক্ষার পর অভিযুক্ত জওয়ানের ঠাঁই এখন সেন্ট্রাল লক আপ
ঘটনার সময় এমএলএ হোস্টেলে তৃণমূলের একাধিক বিধায়কও ছিলেন। কাউকেই বের হতে দেওয়া হয়নি। মালদহের হবিবপুরের আর এক বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু দলের জরুরি বৈঠক সেরে সেই সময়ই ফিরছিলেন। এই ঘটনায় তিনিও হকচকিয়ে যান। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা তাঁকে দ্রুত বিধায়ক আবাসে পৌঁছে দেন।