বুধবার ভাইফোঁটার তিথি পড়তেই দক্ষিণেশ্বরে ভাইয়েদের ফোটা দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সব আচার মেনে এদিন দুপুরে দক্ষিণেশ্বরে দুই ভাইকে ভাইফোঁটা দিলেন সাংসদ অভিনেত্রী।
বড় দাদা তাঁর পরিবারের সঙ্গে দেশের বাইরে থাকায় তাকে ফোঁটা দিলেন ভিডিওকলে, ফোনের স্ক্রিনেই ছুঁইয়ে দিলেন ধান দুব্বো। সব দাদারা যেন বোনেদের আগলে রাখেন, প্রার্থনা লকেট-এর। দেশের নারী সুরক্ষা নিয়েও আজ ভাইফোঁটার দিনে সরব হন সাংসদ অভিনেত্রী।