বিজেপির নবান্ন অভিযানে অশান্তির ঘটনায় গ্রেফতার ১৩। সূত্রের খবর, মঙ্গলবারের বিজেপির নবান্ন অভিযানের অশান্তির ঘটনায় মোট ৬টা এফআইআর দায়ের করা হয়েছেদ। ওই এফআইআরের ভিত্তিতেই ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায় উপর হামলা, পুলিশকে ইট ছোড়া এবং পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় বড় বাজার থানা গ্রেফতার করেছে ৪ জনকে, হেয়ার স্ট্রিট থানা গ্রেফতার করেছে ৫ জনকে। বউবাজার থানাও ৪ জনকে গ্রেফতার করেছে। এছাড়াও ওই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত ছিল সকলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ধুন্ধুমার পরিস্থিতি সাঁতরাগাছিতে। প্রথমে বিজেপি কর্মীদের পুলিশের বাধা দেয়, এরপর শুরু হয় পুলিশ-বিজেপি কর্মীদের বচসা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপি নেতা-কর্মীরা । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ । মিছিল রুখতে পুলিশের তরফে পাল্টা জলকামান ছোড়া হয় । কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সাঁতরাগাছি। এছাড়াও পুলিশের দিকে পাথর ছোড়া থেকে শুরু করে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের উপরে।
অশান্তির ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যার মধ্যে একটি ভিডিয়োতে দেখা যায় পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায় দাড়িয়ে রয়েছেন। এমজি রোডে তাঁর মাথায় রয়েছে হেলমেট। তাঁকে লক্ষ্য করে লাঠি, পাথর হাতে ছুটে যান দলীয় পতাকা হাতে থাকা বিজেপি কর্মীরা। এই ভিডিয়োর উপর ভিত্তি করেই ধরপাকড় চালাচ্ছে পুলিশ।