গঙ্গারতির পর এবার বিবেকানন্দের জন্মদিন পালন নিয়েও বিজেপি-কলকাতা পুলিশ(BJP-Kolkata Police Clash) সংঘাত। মঙ্গলবারের পর বৃহস্পতিবার স্বামীজির জন্মদিন(Swami Vivekananda Birth Anniversary) উপলক্ষে সিমলায় স্বামীজির পৈতৃক বাড়ি থেকে কার্জন পার্কে নেতাজি মূর্তি পর্যন্ত হবে পদযাত্রা। আয়োজনে বিজেপি যুব মোর্চা(BJYM Kolkata Marathan)। কিন্তু এখনও তার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। ফলে ফের একবার পুলিশের সঙ্গে সংঘাতের জড়াতে পারে গেরুয়া শিবির।
বিজেপি(BJP West Bengal) সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯টায় সিমলা থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিট, ওয়েলিংটন স্কোয়্যার হয়ে পদযাত্রা যাবে ধর্মতলায়(Dharmatala)। এরপর রানি রাসমণি রোড হয়ে পদযাত্রা যাবে কার্জন পার্কে। নেতাজির মূর্তিতে মাল্যদানের কর্মসূচি থাকলেও এদিন কোনও সভা করতে চায় না যুব মোর্চা। এমনটাই জানিয়েছেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ(Indranil Khan)।
আরও পড়ুন- Gold Price Today: মঙ্গলে কিছুটা সস্তা সোনা, কততে বিকোচ্ছে রূপো? জেনে নিন
ইন্দ্রনীলের কথায়, বিজেপির(BJP) নাম শুনলেই পুলিশ(Kolkata Police) এবং রাজ্য সরকার ভয় পাচ্ছে। তাঁর অভিযোগ, কোনও কারণ ছাড়াই নমামি গঙ্গের কর্মসূচিতে(Namami Gange Project) বাধা দেওয়া হচ্ছে। গঙ্গা পুজো করতেও পুলিশ অনুমতি দেবে না, এটা ভাবাই যায় না। এমনটাই জানান বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি(Indranil Khan)।