২৭ ফেব্রুয়ারি ১০৮টি পৌরসভার নির্বাচন। মঙ্গলবার দমদম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকা থেকে প্রচার শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। ঢাক-ঢোল বাজিয়ে দমদমে দলীয় প্রার্থীদের নিয়ে প্রচার শুরু করল বিজেপি (BJP)।
এদিন প্রচারে সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা। ছিলেন অনেক মহিলা প্রার্থীরাও। প্রচারে এসে বিজেপির সংগঠনকে শক্তিশালী করার বার্তা দিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: ভোররাতে ভেসে এল আর্ত চিৎকার, কোচবিহারে আগুনে ঝলসে মৃত মা ও ছেলে
এদিন সুকান্ত মজুমদার বলেন, "সংগঠনকে শক্তিশালী করে সেই সংগঠনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার কথা ভাবছে বিজেপি। হয়তো একটু সময় লাগবে। কোনও কোনও জায়গায় প্রতিরোধ করতে পারছি। যে সব জায়গায় আমরা জিতেছি, বা আমাদের ভোট বেড়েছে। যদি ২০১৫ সালের তুলনায় সব জায়গাতেই আমাদের ভোট বেড়েছে। কিন্তু আমরা সব জায়গায় সেই প্রতিরোধ করতে পারিনি। কারণ ২ ফেব্রুয়ারির পর কর্মীদের ওপর যে আক্রমণ হয়েছিল, প্রচুর কর্মী তাদের জীবন ও জীবিকা বাঁচানোর জন্য তারা বসে যেতে বাধ্য হয়েছে।"