মুড়ি নিয়ে নাটক করছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)। ২১ জুলাইয়ের মঞ্চে মুড়ির ওপর জিএসটি নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা নিয়েই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। জানালেন, সবই পূর্ব পরিকল্পিত। এদিকে একুশের মঞ্চ থেকে সিপিএমকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, বাম আমলে চিরকুটে চাকরি হত। তা নিয়ে মুখ্যমন্ত্রীকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়েছেন সুজন চক্রবর্তী।
এদিন তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী মঞ্চে এসে মুড়ির কথা ঘোষণা করলেন। আর সঙ্গে সঙ্গে মুড়িও চলে এল! এভাবে কোথাও মুড়ি বিক্রি হয়! বাংলার মানুষ এত বোকা নন। যথেষ্ট শিক্ষিত।" একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতি নিয়ে বামেদের কটাক্ষ করেন। জানান, বাম আমলে চিরকুটে চাকরি হত। এরপরই মমতাকে চ্যালেঞ্জ করেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, "আপনি তো বলেছেন, বাম আমলে চিরকুটে চাকরি হতো। সেই চিরকুট আপনার কাছে আছে। আমি চ্যালেঞ্জ করছি, সেই চিরকুট বার করুন। চাকরি কারা বিক্রি করছে, তৃণমূলের কর্মীদের কাছে খোঁজ নিন।"
আরও পড়ুন: উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটই দেবে না তৃণমূল, জানালেন অভিষেক
এদিন ধর্মতলার মঞ্চ থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। এই নিয়েও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, "কিছুদিন আগে পাঁচটি রাজ্যে ভোটে হয়েছে। চারটি রাজ্যে ক্ষমতায় এসেছে।"