ঝাঁটা হাতে লকেট চট্টোপাধ্যায়। গঙ্গাজলের ঘটি নিয়ে অগ্নিমিত্রা পল। শহরের দুই প্রান্তের দুই ছবি। রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ তুলে রাজ্যে বিজেপির মহিলা মোর্চার প্রতিবাদ। উত্তর কলকাতার মানিকতলায় ডিসি নর্থের দফতরে সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে খানিক উত্তেজনা। পুলিশের সঙ্গে সাময়িক বচসা বিজেপি নেত্রীদের।
আরজি কর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ওঠা নারীদের উপর অত্যাচারের অভিযোগে এদিন পথে নেমেছিলেন বিজেপি মহিলা মোর্চা। উত্তর কলকাতায় এই মিছিলেনর নেতৃত্বে ছিলেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মানিকতলায় ডিসি নর্থের দফতরের সামনে তাঁকে ঝাঁটা হাতে দেখা যায়।
আরজি করের ঘটনার জেরে সম্প্রতি কলকাতা পুলিশে বদল করা হয়েছে ডিসি নর্থকে। অভিষেক গুপ্তর বদলে দায়িত্ব নিয়েছেন দীপক সরকার। এদিন জেলায় জেলায় শুদ্ধিকরণ অভিযানে নামে পদ্মশিবির। কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও পথে নামেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা।