উত্তর ২৪ পরগনার টাকিতে অসুস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এদিকে, সুকান্তর অসুস্থতা নিয়ে তৈরি হয়েছে তৃণমূল ও বিজেপি মধ্যে রাজনৈতিক তরজা। সুকান্তর অসুস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। উল্টোদিকে রাজ্য বিজেপির সভাপতির অসুস্থতাকে নাটক বলে অভিযোগ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
বুধবার ফের সন্দেশখালিতে ঢোকার চেষ্টা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু টাকিতেই তাঁকে এদিন আটকে দেয় পুলিশ। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রাজ্য বিজেপির সভাপতি। বালুরঘাটের সাংসদকে প্রাথমিক ভাবে বসিরহাটের জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, এই ঘটনা প্রমাণ করে রাজ্যে অরাজকতা চলছে। দিলীপের অভিযোগ, পুলিশ নিজের কাজ করছে না। দিলীপের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলে মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, নাটক করছেন রাজ্য বিজেপির সভাপতি।