বাজেট অধিবেশনের (Budget Session 2022) প্রথম দিনে রাজ্যপালের উপস্থিতি নিয়ে তুলকালাম হয়। শুক্রবার রাজ্যের বাজেট ঘোষণার দিন তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের (BJP MLA)। বাজেট পেশের মাঝপথেই বিধানসভা কক্ষ থেকে ওয়াকআউট (Walk Out) করে বিজেপির পরিষদীয় দল।
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বাইরেও রাজ্যের পেশ করা বাজেট নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। সুন্দরবন, উত্তরবঙ্গ, জঙ্গলমহল কেন বাজেট থেকে বঞ্চিত, প্রশ্ন তোলেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী রাজ্যের বাজেটের সমালোচনা করে বলেন, "সামাজিক প্রকল্পে বিধবা ভাতার মাসিক হাজার টাকার মধ্যে কেন্দ্রীয় সরকার দেয় ৮০০ টাকা। এই সরকার সেটাইকে নিজেদের বলে দাবি করছে। বলছে কেন্দ্র বৈমাতৃসুলভ আচরণ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা। গ্রামীন এবং আরবান। বাজেটে বলছে বাংলা আবাস যোজনা। আয়ুষ্মান ভারতের চালু করার উল্লেখ নেই। এই বাজেটে না আছে বেকারদের চাকরির কথা, না আছে সরকারি কর্মচারীদের সুবিধার কথা। অস্থায়ী বা চুক্তিবদ্ধ লোকদের সমকাজে সমবেতনের কথাও নেই।"
আরও পড়ুন: গোয়ায় মাটি কামড়ে পড়ে থাকবে তৃণমূল, জানালেন অভিষেক
রাজ্যের বাজেটে বিভিন্ন জেলার উন্নয়নের রূপরেখাও নেই। এমনটাই অভিযোগ বিরোধীদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "উত্তরবঙ্গের উন্নয়ন, চা-বাগানের দিশা, জঙ্গলমহল, সুন্দরবনের কথাও নেই। নদীবাঁধ ভাঙনের কথাও নেই এই বাজেটে। প্রধানমন্ত্রীর প্রকল্পগুলোর নাম অন্যভাবে লেখা ছাড়া, অন্য কোনও কাজ এই সরকার করেনি।"