লোকসভা ভোট আবহে উত্তপ্ত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র। প্রচারে বেরিয়ে মাথা ফাটল বিজেপি মণ্ডল সভাপতি সরস্বতী সরকারের। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু বিজেপি কর্মীও। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকেই কসবা থানার সামনে বিক্ষোভ দেখান এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।
জানা গিয়েছে, শনিবার রাতে কয়েক জন বিজেপি কর্মীকে নিয়ে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের পূর্বপাড়ার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি সরস্বতী সরকার। অভিযোগ সেই সময় মণ্ডল সভাপতি এবং বিজেপি প্রার্থীদের উপর চড়াও হয় কয়েক জন দুষ্কৃতী।
আরও পড়ুন - পুলিশের সঙ্গে বচসা মীনাক্ষীর, বামেদের SSC ভবন অভিযানে ধুন্ধুমার, আটক একাধিক
ওই দুষ্কৃতীদের আটকাতে গেলে বিজেপি মণ্ডল সভাপতির মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ভোরবেলায় আনন্দপুর থানায় অভিযোগ জানাতে যান বিজেপি কর্মীরা।