নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'গুলি' মন্তব্যের প্রতিবাদ। শুক্রবার লালবাজার অভিযান করে বিজেপির যুব মোর্চা। সদর দফতর মুরলীধর সেনের কার্যালয় থেকে মিছিল করে বিজেপি। কলেজ স্ট্রিটেই মিছিল আটকে দেয় পুলিশ। রাস্তায় বসে স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকরা।
কলেজ স্কোয়ারে জমায়েতের পরই লালবাজার অভিযান করার কথা ছিল বিজেপির যুব মোর্চার। কিন্তু পরে দলের সদর দফতরে জড়ো হন বিজেপির কর্মী সমর্থকরা। রাজ্য দফতর থেকে বেরিয়ে কলেজ স্ট্রিটে ঢুকে যায় মিছিল। সারাবছরই কলেজ স্ট্রিটে জারি থাকে ১৪৪ ধারা। মিছিল ঢুকতেই পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। তাঁদের অনেকর হাতেই দেখা যায় খেলনা বন্দুক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে এই প্রতীকী প্রতিবাদ।
আরও পড়ুন: ইডির পর এবার সিবিআই হেফাজতে পার্থ, নির্দেশ আলিপুর আদালতের
বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ বলেন, ‘‘এক সাংসদ যে ভাবে মিটিং-মিছিলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, আজ তার প্রতিবাদেই পথে নেমেছি। পুলিশের গুলি ফুরিয়ে যাবে, তবু আমাদের প্রতিবাদ থামানো যাবে না। বন্দুকের চেয়ে কলমের শক্তি যে অনেক বেশি, তা তুলে ধরতেই আমাদের হাতে রয়েছে খেলনা বন্দুক ও আসল কলম।’’