সরকার অনুমোদিত কলকাতার স্কুলগুলিতে আগামী ৩০ অগস্টের মধ্যে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের নীল-সাদা পোশাক দেওয়া হবে। প্রায় সব ক’টি প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পড়ুয়ারা ওই পোশাক পাবে। তবে আপাতত বাদ রাখা হয়েছে সরকারি অনুমোদিত খ্রিস্টান মিশনারির ৩০টি স্কুলকে।
জানা গিয়েছে, শুধু খ্রিস্টান মিশনারি স্কুলই নয়, শহরের বেশ কিছু স্কুল রয়েছে যেগুলি শতাব্দীপ্রাচীন। সেই সব স্কুলের প্রধান শিক্ষকেরাও নীল-সাদা পোশাকে আপত্তি জানিয়েছিলেন। সে কথা শিক্ষা দফতরকে তাঁরা জানিয়েওছিলেন। যদিও সেই আপত্তি গ্রাহ্য হয়নি।
যে সব খ্রিস্টান মিশনারি স্কুলে পোশাকের রং একই থাকছে, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল তাদের একটি। ওই স্কুলের প্রধান শিক্ষক বিভাস সান্যাল বলেন, ‘‘খ্রিস্টান মিশনারি স্কুলগুলি সবই খুব পুরনো। এমনকি ১০০ বছরের বেশি পুরনো স্কুলও রয়েছে। স্কুলে পোশাকের রং অনেক ঐতিহ্যকে তুলে ধরে। তা স্কুলের স্বাতন্ত্র্যের প্রকাশ। সেই সব বিবেচনা করে কলকাতার বিশপ অফিস থেকে শিক্ষা দফতরে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এখনই পোশাকের রং পাল্টাবে না। এই নিয়ে আরও ভাবনা-চিন্তা প্রয়োজন।’’